কুসিক নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন নবনিযুক্ত নির্বাচন কর্মকর্তা
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নগরবাসীসহ প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন জেলায় নবনিযুক্ত নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। আজ শনিবার বিকেলে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি এ সহযোগিতা চেয়েছেন।
এ সময় প্রার্থীদের অনুরোধ জানিয়ে শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘নির্বাচন পরিচালনায় কুমিল্লাবাসীকে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। এ সিটিতে আপনারা যাঁরা প্রার্থী হবেন, তাঁরা আচরণবিধি মেনে চলবেন।’
নবনিযুক্ত জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রার্থীদের পোস্টার, লিফলেটসহ সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩২ হাজার ৬৩০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৮ হাজার ১৪২ জন ও পুরুষ এক লাখ ১৪ হাজার ৪৮৮।