কেউ না খেয়ে মারা গেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেব : কৃষিমন্ত্রী
‘দেশে না খেয়ে কেউ মারা গেছে’, বিষয়টির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেছেন, ‘দেশের মানুষ ভালো নেই- এটি প্রমাণে কিছু গণমাধ্যম মরিয়া।’
আজ শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় এ চ্যালেঞ্জ ও অভিযোগ দেন মন্ত্রী। এর আগে ওই এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘এ দেশের কিছু পত্রিকা, কিছু মিডিয়া প্রমাণ করতে চায় বাংলাদেশের খুব গরিব অবস্থা। বাংলাদেশের মানুষের শান্তি নাই। বাংলাদেশের মানুষের সুখ নাই। তারা রাজাকার-আল বদর-পাকিস্তানের লেজুরবৃত্তিকারী জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বোঝাতে চায় -বাংলাদেশ করে লাভ হয়নি-পাকিস্তানই ভালো ছিল, তারা মানবতার শত্রু-বাংলাদেশের শত্রু।’
বিএনপির কথা টেনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায়। ইভিএম ব্যবস্থা তুলে নেওয়ার পরও তারা তাতে সন্তুষ্ট নয়। নিরপেক্ষ নির্বাচনে হারলে তা মেনে নেবে আওয়ামী লীগ।’