কেডিএর জন্য খুলনার উন্নয়ন পিছিয়ে যাচ্ছে : কেসিসি মেয়র
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) জন্য খুলনার উন্নয়ন পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।
কেসিসি মেয়র বলেন, ‘কেডিএর তৈরি করা অধিকাংশই রাস্তা, বাস টার্মিনাল সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় আছে। সংস্কারের অর্থ নেই বলে তারা জানিয়েছে। খুলনা উন্নয়ন সংস্থার একাধিক প্রকল্প একনেক অনুমোদন লাভ ও অর্থ বরাদ্দ সম্পন্ন হয়েছে। এ ছাড়া তারা নিউমার্কেট, বাস টার্মিনাল ও প্লট ব্যবসা করে কোটি কোটি টাকার ডিপোজিট রেখে সুদ খাচ্ছে। খুলনার মানুষের টাকা জমিয়ে সুদ খাবে অথচ রাস্তাঘাট ঠিক করবে না, এমন সেবামূলক সংস্থা থাকার কী দরকার?’
আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নগরপিতা তালুকদার আব্দুল খালেক।
সিটি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দের অর্থ পাওয়ার পরও বছরের পর বছর কেডিএ সেই প্রকল্প বাস্তবায়ন করছে না। তাদের তৈরি করা রাস্তাঘাট, বাস টার্মিনাল সংস্কার করছে না। খুলনার মানুষ মনে করছে, সব সিটি করপোরেশনের ব্যর্থতা। আসলে তা নয়। কেডিএর কারণেই খুলনার অনেক উন্নয়ন পিছিয়ে যাচ্ছে।’
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষর কর্মকাণ্ডে চরম হতাশা ব্যক্ত করে সিটি মেয়র বলেন, ‘সরকার খুলনার উন্নয়নে একাধিক রাস্তা ও স্থাপনার জন্য অর্থ বরাদ্দ দিলেও তারা যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করছে না। ফলে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।’
এ অবস্থা অব্যাহত থাকলে ও আগামী ছয় মাসের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু না হলে খুলনার স্বার্থে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সিটি মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তিবালা প্রমুখ।