ক্ষমতার লোভে গণতন্ত্রকে হত্যা করেছে আ. লীগ : খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘বর্তমান সরকার অবৈধভাবে পুলিশ বাহিনীর মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা-মামলা চালিয়ে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসেছে। ক্ষমতার লোভে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। তবে গণতন্ত্রকে হত্যা করে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’
আজ সোমবার বিকেলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যকালে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।
কেন্দ্রঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে জেলখানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট বাসেদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, শহর বিএনপির যুগ্ম সম্পাদক কবির আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।