ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে এনটিভির কম্বল বিতরণ
দেশজুড়ে বাড়ছে শীতের মাত্রা। তবে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলকভাবে আরও বেশি। এ অবস্থায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানুষ আছেন খুব বেকায়দায়। নাটোরের সুবিধাবঞ্চিত সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা মানবেতর জীবনযাপন করছেন। শীতের এই সময়ে বরাবরের মতো অসহায় এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি। সাঁওতাল সম্প্রদায়ের দুই শতাধিক মানুষের মধ্যে এনটিভির পক্ষ থেকে বিতরণ করা হয় কম্বল।
নাটোর সদর উপজেলার হাজরা নাটোরের সাওতালপাড়ায় মঙ্গলবারের সকালটা ছিল অন্যরকম আনন্দের। পৌষের শুরুতেই উত্তরের হিমেল বাতাসে যখন জুবুথুবু অবস্থা,ঠিক তখন কম্বল নিয়ে সাওতালপল্লিতে হাজির হয় এনটিভি। সেখানকার এক বাড়ির আঙিনায় সমবেত দুই শতাধিক সুবিধাবঞ্চিত সাঁওতাল নারীপুরুষের হাতে তুলে দেওয়া হয় এনটিভির দেওয়া কম্বল।
এ সময় কম্বল হাতে পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী বলেন, ‘এবার কম্বল পাচি খুব খুশি, ভালো লাগিচ্চে।’
ষাটোর্ধ্ব আরেক নারী বলেন, ‘আমাদের দিচে, দানি করিচ্চে, ভালো লাগিচ্চে।’
স্থানীয় আরেক যুবক বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের কম্বল বিতরণে করছে এনটিভি। এতে আমরা অনেক খুশি। এনটিভিকে আমরা দোয়া করি, আশীর্বাদ করি।’
এনটিভির কম্বল বিতরণকালে উপস্থিত নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এনটিভির এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি মনে করি যে, এই উদ্যোগটা শীতের এই সময় যেন সব সময় থাকে। বর্তমান শীতের যে অবস্থা তাতে তারা যেন এ থেকে উপকৃত হতে পারে।’
দেশের অসহায় মানুষের পাশে থেকে এনটিভি যেন আজীবন সেবামূলক কাজ করে যায়, এমনটাই প্রত্যাশা সব শ্রেণির মানুষের।