খাগড়াছড়িতে আরো ৫ জনের করোনা শনাক্ত
খাগড়াছড়ি জেলায় নতুন করে আরো পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে খাগড়াছড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।
গতকাল রাত ১২টার দিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় দীঘিনালায় দুজন, মাটিরাঙায় একজন, খাগড়াছড়ি সদরে একজন ও মানিকছড়িতে একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে খাগড়াছড়িতে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি এরশাদ চাকমা এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, ‘আক্রান্ত ব্যক্তি গত সপ্তাহে অফিসের কাজে ঢাকায় গিয়েছিলেন। তিন দিন ঢাকায় অবস্থান করে ফেরার পর তাঁর মধ্যে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা পাঠানো হয়। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হবে।’
অন্যদিকে মানিকছড়ি উপজেলায় আক্রান্ত হয়েছেন হাসপাতালের হিসাব সহকারী। তিনি জরুরি প্রয়োজনে সরকারি ওষুধ আনতে ঢাকায় গিয়েছিলেন। তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। তিনি এখন কোয়ারেন্টিনে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো।’