খাগড়াছড়িতে আরো ৭ জন করোনা রোগী শনাক্ত
খাগড়াছড়িতে আরো সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৫ জন। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে সর্বশেষ আসা তথ্য অনুযায়ী আরো সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মানিকছড়িতে তিনজন, মাটিরাঙ্গায় দুজন, খাগড়াছড়ি সদরে একজন ও রামগড়ে একজন।
জেলায় সর্বমোট এক হাজার ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩১টি। সিভিল সার্জন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।