খাগড়াছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
খাগড়াছড়িতে ইয়াবাসহ ওমর ফারুক (২৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শহরের চেঙ্গিব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ ইয়াবা ও নগদ ২১ হাজার টাকা জব্দ করে পুলিশ।
আটক ফারুক শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁকে বেশ কয়েকবার ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটকের পর কিছুদিন কারাবাস করে জামিনে মুক্ত হয়ে পুনরায় ইয়াবা ব্যবসার শুরু করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ওমর ফারুকের বিরুদ্ধে আটটি মাদকের মামলা রয়েছে।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আরো নয়জনকে আটক করা হয়েছে।