খাগড়াছড়িতে কোয়ারেন্টিনে থাকা যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা এক পোশাককর্মী (২৩) করোনারভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের গুগরাছড়ি এলাকার একেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত শনিবার ওই পোশাককর্মী ঢাকা থেকে অন্য সহকর্মীদের সঙ্গে খাগড়াছড়িতে আসেন। পরে গ্রামবাসী অন্য পাঁচজনের সঙ্গে তাঁকেও ওই বিদ্যালয়ের কোয়ারেন্টিনে রাখে।
খাগড়াছড়ির ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আম্মেই মারমা বলেন, রাতে তিনি পেটব্যথার কথা অন্যদের জানিয়েছিলেন।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা বলেন, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য পাঠানো হবে। আপাতত করোনা রয়েছে ধরে নিয়েই যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে দাহ সম্পন্ন করতে বলা হয়েছে।