খাগড়াছড়িতে দুদিনে ৯ জনের করোনা শনাক্ত
খাগড়াছড়িতে গত দুদিনে নতুন করে আরো নয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে পুলিশ সদস্য, স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মীসহ যুব রেড ক্রিসেন্টের এক সদস্য রয়েছেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সবাইকে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
জানা গেছে, গত রোববার খাগড়াছড়িতে পাঁচজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীসহ দুজন, পানছড়ি উপজেলার এক স্যানিটারি ইন্সপেক্টর, মহালছড়ি উপজেলার এক পুলিশ সদস্য ও মাটিরাঙ্গা উপজেলার এক ব্যক্তি রয়েছেন।
এ ছাড়া গতকাল সোমবার আরো চারজনের মধ্যে করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে রামগড় উপজেলার যুব রেড ক্রিসেন্টের এক সদস্য, মাটিরাঙ্গার ১৩ বছরের এক কিশোরী ও ৫৭ বছরের এক ব্যক্তি এবং পানছড়ির ৬০ বছরের এক বৃদ্ধা রয়েছেন।
সিভিল সার্জন নূপুর কান্তি দাশ জানান, জেলায় এ নিয়ে ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে সাতজন।
এদিকে, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।