খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক স্থায়ী কমিটির সভা
খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক।
বৈঠকের সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা অংশগ্রহণ করেন।
এ সময় পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কমিটিবিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ বাস্তবায়ন, পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন, প্রধান শিক্ষক নিয়োগসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।