খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে অর্জুন চাকমা ওরফে বর্গা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বর্গা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালের দিকে ইউপিডিএফের সঙ্গে প্রতিপক্ষ আরেকটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অজুর্ন চাকমা নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অর্জুন চাকমার মরদেহ উদ্ধার ও একটি অস্ত্র জব্দ করে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে কিছুটা বিলম্ব হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ইউপিডিএফ বা অপর পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।