খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে সাবেক ইউপিডিএফ কর্মী নিহত
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর নামের ইউপিডিএফের এক সাবেক কর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল পোনে ৯টার দিকে পানছড়ি-মাটিরাঙ্গা সড়কের মরাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সাগর (৩০) ইউপিডিএফ প্রসীত গ্রুপের হয়ে এলাকায় কাজ করতেন। তাঁর বিরুদ্ধে ওই সংগঠনের পক্ষে চাঁদাবাজি ও সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ ছিল। কয়েক বছর আগে আঞ্চলিক সংগঠনের কার্যক্রম ছেড়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পোনে ৯টার দিকে মরাটিলা এলাকায় দোকানের সামনে দাঁড়িয়ে সাগর। এ সময় একদল অস্ত্রধারী এসে অতর্কিতভাবে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় খল কুমার। তিনি পানছড়ি উপজেলার পদ্মিনিপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পানছড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
এলাকাবাসী জানিয়েছে, নিহত খল কুমার ত্রিপুরা আগে পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’ প্রসীত গ্রুপের সঙ্গে থাকলেও বছর খানেক ধরে তিনি নিস্ক্রীয় ছিলেন।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বে নিয়োজিত নিরন চাকমা এক বিবৃতিতে এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ ও বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।