খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের ফটক ভেঙে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
খাগড়াছড়ি পৌর শহরের স্বনির্ভর এলাকায় স্থানীয় খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের একাংশ খুলে পড়ে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ দেওয়ান নারানখাইয়া এলাকার বাসিন্দা প্রণয় দেওয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মায়ের সঙ্গে স্কুলে ঢোকার সময় হঠাৎ করে লোহার ফটকের একাংশ খুলে শ্রাবণের গায়ের ওপর পড়ে। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’