খাবারে চেতনানাশক মিশিয়ে সর্বস্ব লুট
কিশোরগঞ্জের হোসেনপুরে চেতনানাশক দ্রব্য মেশানো খাবার খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বীর হাজীপুর গ্রামের রতন ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে ওই পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করা হয়। তাঁরা হলেন—বীর হাজীপুর গ্রামের রতন ফকির (৫৫), তাঁর স্ত্রী আম্বিয়া খাতুন (৫০), পুত্রবধূ আছিয়া খাতুন (২৫), রতন ফকিরের ছেলে হবি উল্লাহ (২২) ও মেয়ে হাছনা আক্তার (১৮)। জানা গেছে, গতকাল রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে থাকা তিনটি মুঠোফোন, স্বর্ণালংকারসহ আনুমানিক ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশিরা অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতোলে ভর্তি করে।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল শামীম জানান, অজ্ঞান হয়ে ভর্তি পাঁচজন বর্তমানে শঙ্কামুক্ত।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।