খিলক্ষেতের শহিদুল হত্যায় ৩ জনের যাবজ্জীবন
রাজধানীর খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামিদের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—এসএম হিরন খান, আমির হোসেন এবং জাকির হোসেন।