খুলনায় ঘাট ইজারা নিয়ে বিরোধে গুলি, নিহত ১
খুলনার ফুলতলার আলকা বাজারে ঘাট ইজারার বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক ইজারাদার নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল আটটার দিকে ফুলতলা উপজেলার জামিরা রোড এলাকায় আইডিয়াল স্কুলের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মিলন ফকির ফুলতলা উপজেলার আলকা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে। ঘটনাস্থলে তিনি একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এমন সময় অজ্ঞাত দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে একাধিক গুলির পর মৃত্যু নিশ্চিত করে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায়।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ফুলতলা খেয়াঘাটসহ পার্শ্ববর্তী কয়েকটি ঘাটে ইজারা নিয়ে টেন্ডার আহ্বান করা হয়েছে। আজ এই টেন্ডার জমা দেওয়ার দিন ধার্য ছিল। নিহত মিলন ফকিরেরও এই টেন্ডার জমা দেওয়ার কথা ছিল।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। কারা এবং কী কারণে গুলি করেছে তদন্ত করে বলা যাবে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা করা হবে।’