খুলনায় ‘পুলিশি হামলার’ ঘটনায় তীব্র প্রতিবাদ বিএনপিনেতা রিজভীর
খুলনায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীর সঙ্গে গতকাল শুক্রবার পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ‘পুলিশ পায়ে পাড়া দিয়ে হামলা চালিয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এমন অভিযোগ তুলে তিনি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার (২০ মে) বিকেল পৌনে ৫টার দিকে খুলনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘পুলিশ পায়ে পাড়া দিয়ে বিএনপি নেতাকর্মীর ওপর হামলা ও গুলিবর্ষণ করে। পুলিশের ন্যাক্কারজনক হামলায় আমাদের তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া, আটক করা হয়েছে ৫০ জনকে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
বিএনপির এই নেতা বলেন, ‘খুলনা হচ্ছে বঙ্গভবনের অংশ বিশেষ, শেখ পরিবারের স্বর্গরাজ্য। এই জেলায় প্রধানমন্ত্রীর অনেক আত্মীয় বাস করেন। সেই শেখ পরিবারের সদস্যদের খুশি করতেই পুলিশ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’
এ সময় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে এবং বাসায় চিকিৎসাধীন বিএনপি নেতাকর্মীদের দেখতে যান তিনি।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, জেলা আহ্বায়ক আমীর এজাজ খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।