খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় রাজু খান (১৯) নামের এক তরুণকে হত্যা মামলায় জমশেদ মল্লিক নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এনামুল হক জানান, ২০১৭ সালের ১ জুন রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের রাজু খান (১৯) খুন হন। হত্যার পর তার মস্তকবিহীন মৃতদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছিল আসামিরা। পরে পুলিশ আঠারোবাকি নদীর চর থেকে পরদিন সকালে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় সেদিনই পুলিশ বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আসামি জামসেদ মল্লিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।