খুলনা বিভাগে করোনায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬২১
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৬২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত এক হাজার ৭২৫ জন, যার মধ্যে খুলনা জেলায় ৪৫২, কুষ্টিয়ায় ৩৭০ জন।
আজ বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা তার আগের দিন ছিল এক হাজার ৫৮৮ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনায় নয়, সাতক্ষীরায় এক, যশোরে পাঁচ, ঝিনাইদহে সাত, কুষ্টিয়ায় ১১, চুয়াডাঙ্গা এক, মেহেরপুরে দুজনসহ মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল ৪৮ জন মারা যায়।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৪০১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭২৫ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮৬৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ৪৫২ জন, তারপর কুষ্টিয়ায় ৩৭০ জন এবং যশোরে ২৪৫ জন, ছোট জেলার মধ্যে চুয়াডাঙ্গায় ১২৭ এবং মেহেরপুরে ৮৫ জন। ঝিনাইদহে মৃত দাঁড়িয়েছে ১৫৩ জনে।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৭৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮২৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫২ জন এবং সুস্থ হয়েছে ১৩ হাজার ৩৫৯ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো পাঁচ হাজার ১৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১০৩ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৩৬০ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৬২১ জন এবং মারা গেছে ৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ৩৪৮ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২০৬ । এ সময় মারা গেছে ২৪৫ জন এবং সুস্থ হয়েছে নয় হাজার ৫০১ জন।
নড়াইলে এ সময়ে শনাক্ত হয়েছে ৯৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৮১ জন। মারা গেছে ৭১ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৪৬৭ জন।
মাগুরায় শনাক্ত ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৭১ জন। এ সময় মারা গেছে ৪০ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৪৪৩ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৪৫ জন। মারা গেছে ১৫৩ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৬১৯ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৯৭ জন। মারা গেছে ৩৭০ জন এবং সুস্থ হয়েছে সাত হাজার ১৪৪ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৯২৪ জন। মারা গেছে ১২৭ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৭৮৮ জন।
মেহেরপুর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮১৮ জন। এই সময় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৮৩৮ জন।