খোয়াই নদীতে গোসলে নেমে দুই যুবকের মৃত্যু
হবিগঞ্জ শহরের খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা গ্রামের খেলু মিয়ার ছেলে নাইম (১৬) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর (২০)।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে শহরের যশেরআব্দা এলাকার খোয়াই নদীর পাশের মাঠে একদল যুবক ফুটবল খেলছিল। খেলা চলাকালে দুই যুবক খেলা রেখে খোয়াই নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। দীর্ঘক্ষণ তারা ফিরে না আসায় অন্যদের সন্দেহ হলে তাদের নদীতে খুঁজতে গিয়ে দেখতে পায় ভাসমান অবস্থায়। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।