গজারিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ট্রাক চালক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর ঢালে কাভার্ড ভ্যানের চাপায় এক ট্রাক চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিতানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত হেলপার জাকির হোসেনের (৫০) ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন ট্রাক চালক শহিদুল। পথিমধ্যে সকালে সোয়া ৬টার দিকে গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তার ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। ট্রাক থামিয়ে চাকা মেরামত করছিলেন তিনি ও হেলপার জাকির। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চালক শহিদুল মারা যান। গুরুতর আহত হেলপার জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম বলেন, নিহত ট্রাক চালকের লাশ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। কাভার্ড ভ্যান ও ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে। তবে কাভার্ড ভ্যানটির চালক ও হেলপার পালিয়ে গেছে।