‘গণতন্ত্র আছে বলেই মির্জা ফখরুলরা মিথ্যাচার করতে পারছেন’
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘সরকার সব ক্ষেত্রে ব্যর্থ নয়। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ তাঁর দলের নেতাকর্মীরা নির্লজ্জভাবে মিথ্যাচার করে যেতে পারছেন।’
হানিফ বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা দেশটাকে কোথায় রেখে গিয়েছিলেন, সে কথা কি ভুলে গেছেন?’
আজ রোববার খাগড়াছড়ির আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।
হানিফ বলেন, ‘এতিমের টাকা আত্মসাতের দায়ে যাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, লজ্জা থাকলে বিএনপির নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলত না।’
শান্তি চুক্তিতে প্রধানমন্ত্রীর অবদানের কথা স্মরণ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা জাতি-গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করে পাহাড়কে অশান্ত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি করে অশান্ত পাহাড়কে শান্ত করেছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উ শৈসিং, কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সভায় বক্তব্য দেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চাইথোঅং চৌধুরী প্রমুখ।
দীর্ঘ সাত বছর পর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের কাউন্সিলে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থী হয়েছেন। সম্মেলন শেষে বিকেলে জেলা আওয়ামী লীগ, নয় উপজেলা ও তিন পৌরসভার মোট ২০৮ কাউন্সিলর, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার কথা রয়েছে।