গণপরিবহণ চালুসহ তিন দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চালুসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহণ শ্রমিকরা। আজ রোববার সায়েদাবাদ বাস টার্মিনালে জড়ো হতে থাকেন শ্রমিকরা।
ঢাকা মহানগর সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি। বিক্ষোভ মিছিলে তিন শতাধিক শ্রমিক অংশ নেন। এ সময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। তবে করোনার এই দুঃসময়ে অনেকের মধ্যে স্বাস্থ্যবিধির বিষয়টি উপেক্ষিত ছিল।
জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহণ শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এ ছাড়া ৪ মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-
১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহণ ও পণ্য পরিবহণ চলাচলের ব্যবস্থা করা।
২. সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।
৩. সারা দেশে ট্রাক টার্মিনালগুলোতে পরিবহণ শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।
এ দিকে ঈদ সামনে রেখে গণপরিবহণ চালু করার বিষয়ে সরকারের চিন্তা-ভাবনার কথা শনিবার জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আন্দোলন কর্মসূচি আহ্বানকারী সংগঠনের নেতারা বলছেন, সরকার শুধুই আশ্বাস দিচ্ছে, বাস্তবায়ন করছে না। ফলে তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, শপিং সেন্টার থেকে শুরু করে সব কিছু চালু রাখা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহণ। এতে ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহণ চালুর দাবি আমরা সরকারের কাছে জানিয়ে আসছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।