গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক উল্টে নিহত ১৩
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়িতে আজ বৃহস্পতিবার সকালে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চত করলেও বিস্তারিত তথ্য দিতে পারেননি।
ওসি জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।এতে ঘটনাস্থলেই অন্তত ১৩ জনের মৃত্যু হয়।