গাইবান্ধায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন সফি ইসলাম ও তাঁর শিশু ছেলে রাকিব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উড়িয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল কাবিলপুরে এ ঘটনা ঘটে।
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বজ্রপাতও শুরু হয়। সফি ইসলাম ও তাঁর ছেলে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় তাঁদের বাড়ির উঠানেই বজ্রপাতে মারা যায়।