গাইবান্ধা জেলা অবরুদ্ধ
পুরো গাইবান্ধা জেলাকে সম্পূর্ণরুপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই জেলা থেকে কেউ এখন আর বের হতে পারবেন না, কেউ যেতেও পারবেন না। জেলার বাসিন্দাদের থাকতে হবে ঘরের ভেতরে।
আজ শুক্রবার সকালে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বলবৎ থাকবে।
করোনাভাইরাস নারায়ণগঞ্জে মহামারি আকার ধারণ করেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও চট্টগ্রামের পরে গাইবান্ধায় সর্বাধিক করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে।
গতকাল পর্যন্ত এ জেলায় করোনায় অাটজন আক্রান্ত হয়েছেন। সরকারি হিসাবের বাইরেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসাবিহীন অবস্থায় প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলায় মানুষ মারা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আজ শুক্রবার বিকেল ৫ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাইবান্ধা জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। এছাড়া যে কোনো ধরনের গণপরিবহন পূর্বের মতো বন্ধ থাকবে। অসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।’