গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ৪৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার দুপুরে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আশাদুল হক জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচনে চোখ রাখছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়ম দেখলেই স্থগিত করা হচ্ছে ভোটগ্রহণ।
এর আগে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। এবারই প্রথম সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
এদিকে ইসির আইডিইএ-২ প্রকল্পের উপ-পরিচালক (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম জানান, এই নির্বাচনি এলাকার ১৪৫টি ভোটকেন্দ্রে সব মিলিয়ে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এই আসনের উপনির্বাচনে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থী
গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টি (জাপা) মনোনীত এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান ও সৈয়দ মাহবুবুর রহমান।
গত ২৩ জুলাই এই আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।