গাছে বেঁধে নির্যাতন : ইউপি সদস্যসহ আটক ৩
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চোর সন্দেহে তিন যুবককে গাছে বেঁধে নির্যাতন করায় এনায়েতপুর ইউনিয়ন পরিষদ সদস্য তারা মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা রাতে তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অপর দুজন হলেন-সাইদুল ও শামীম।
গত রোববার রাতে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট বাজার থেকে সাইদুল নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। সেই অটো চুরির সন্দেহে সোমবার সকাল দশটায় ইউপি সদস্য তারা মিয়া ও তাঁর লোকজন জুলহাস (২৪), বাবু (২২) ও রিপন (২৫) নামে তিন যুবককে বাড়ি থেকে ধরে আনে। এরপর মাঝিরঘাট বাজারের একটি আমগাছে বেঁধে সাত ঘণ্টা ধরে নির্যাতন চালান।
নির্যাতনের ঘটনায় জড়িত ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।