গাজীপুরে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও তার স্বামী গ্রেপ্তার
গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও ক্লাব সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা নারী ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাজ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার রেজাউল সরকার (৩১) ও তাঁর স্ত্রী মোছা. মুন্নিকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মুন্নি একজন রোহিঙ্গা।
পুলিশ আরও জানায়, বসুগাঁও এলাকার রেজাউল সরকার সাত বছর আগে রোহিঙ্গা নারী মোছা. মুন্নিকে বিয়ে করেন। এরপর থেকেই তাঁরা বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পূবাইল থানাধীন এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, ‘আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা ইয়াবাগুলো বিক্রির জন্য দুদিন আগে মুন্নির ছোট বোন মোছা. ছমিরার কাছ থেকে সংগ্রহ করেন তাঁরা। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মোছা. মুন্নি ও রেজাউল সরকার ছাড়াও মুন্নির ছোট বোন মোছা. ছমিরাকে আসামি করা হয়েছে। ছমিরা পলাতক রয়েছেন।’