গাজীপুরে দ্রুতযান এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে দ্রুতযান এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বগি উল্টে লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রমে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি পঞ্চগড় যাচ্ছিল।
জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম জানান, রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসটির তিনটি বগি উল্টে যায়।
রেজাউল আরও জানান, পঞ্চগড়গামী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। পথিমধ্যে গাজীপুরের ধীরাশ্রমে দুর্ঘটনার শিকার হয়। তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
যাত্রীবাহী বগি উল্টে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।