গাজীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশু নিহত
গাজীপুরের কোনাবাড়ীতে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের দেয়াল ধসে মুশফিক নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে কোনাবাড়ী উপজেলার জরুন হাজির ইটখোলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রুবেল (৩৫), মুক্তা (১৫), জাহিদুল ইসলাম (২৮) ও শহীদুল ইসলাম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে কোনাবাড়ী উপজেলার জরুন হাজির ইটভাটা এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনটির তিনতলার ১৫ ফুট উঁচু দেয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের টিনশেড বাড়িতে ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় ধসে পড়া দেয়ালের নিচ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চার বছরের শিশু মুশফিককে মৃত ঘোষণা করেন। এছাড়া শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, ‘এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’