গাজীপুরে প্রজেক্টরে দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধন
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। জেলার সব কয়টি উপজেলায় প্রজেক্টরে দেখানো হবে উদ্বোধন অনুষ্ঠান। এনিয়ে আজ রোববার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান। জেলার সব উপজেলার চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর প্রেসক্লাবে প্রতিনিধি এবং সব দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—উদ্বোধনী অনুষ্ঠান জেলা শহর ছাড়াও প্রত্যেকটা উপজেলা চত্বরে প্রজেক্টরের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা, গাজীপুর রাজবাড়ী মাঠে তিন দিনব্যাপী বাউল গান, নাচ, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন।