গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি, ৪ ব্যবসায়ী আটক
নরসিংদীতে গুজব ছড়িয়ে অধিক দামে লবণ বিক্রির অভিযোগে চার লবণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মাধবদী ও বেলাব বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। রাতে নরসিংদী বাজার পরিদর্শনকালে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যবসায়ীরা হলেন নরসিংদীর মাধবদী বাজারের সানাউল্লাহ স্টোরের মালিক মো. সোহেল (৩০) ও শফিউল্লাহ (৪০) এবং বেলাব বাজারের ব্যবসায়ী ঝন্টু দে (৪৫) ও বাকি বিল্লাহ (৩৫)।
পুলিশ সুপার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গুজব ছড়িয়ে অধিক দামে লবণ বিক্রির অভিযোগে মাধবদী বাজার ও বেলাব বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশি দামে লবণ বিক্রি করায় মাধবদী বাজারের সানাউল্লাহ স্টোরের মালিক মো. সোহেল ও শফিউল্লাহকে আটক করা হয়। অন্যদিকে বেলাব বাজারে বেশি দামে লবণ বিক্রি করায় ঝন্টু দে ও বাকি বিল্লাহ নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের উদ্দেশে বলেন, কেউ যদি বেশি দামে লবণ বিক্রি করেন এবং কেউ কেনেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের চাহিদার তুলনায় ছয় গুণ বেশি লবণ মজুদ আছে।
এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিপ্লব কুমার দত্ত, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক আ. মোতালিব ভূঁইয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ বাজারের অন্য ব্যবসয়ীরা উপস্থিত ছিলেন।