গুলশান অগ্নিকাণ্ড : আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে বিসিবি পরিচালকের স্ত্রী
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল আবাসিক ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। নারী ও শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এই ঘটনায় বিসিবি পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমান আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। আগুন লাগার পর ১২তলার ছাদ থেকে লাফ দিয়ে সুইমিংপুলে পড়েন তিনি।
এই বিষয়ে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা.সামন্ত লাল সেন এনটিভি অনলাইনকে জানান, ‘গুলশানে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে তিনজন ভর্তি হয়েছিল। এরমধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আরেকজন চিকিৎসাধীন এবং বিসিবি পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমানের অবস্থা আশঙ্কাজনক।’
এই ঘটনায় মারা যাওয়া দুজনই সিনহা পরিবারের কর্মচারী হিসেবে কাজ করতেন। এদের মধ্যে লাফ দেওয়ার কিছুক্ষণ পরেই মারা যান আনোয়ার হোসেন (৩০)। যিনি ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ করতেন। মোহাম্মদ রাজি ওরফে রাজু (৩৫) নামের আরেক বাবুর্চি মারা যান গুলশানের জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাড়ি গাজীপুরে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লাগা আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১৭ জন নারী। এ ঘটনায় দুইজন মারা গেছে। এ ছাড়া আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের মধ্যে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।