গোপালগঞ্জে আরও এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত
গোপালগঞ্জে পঞ্চম শ্রেণির আরও এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই কক্ষটি বন্ধ করে দিয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে ওই বিদ্যালয়ের অন্য শ্রেণির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে। এর আগে কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হয়।
গোপালগঞ্জ শহরের বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোনালিসা ইসলামের করোনা পজিটিভ আসে ২১ সেপ্টেম্বর। মোনালিসা ইসলাম শহরের শিশুবন এলাকার মাসুদ শেখের মেয়ে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর স্কুল খোলে। ওই দিন অন্য শিক্ষার্থীদের সঙ্গে মোনালিসা ইসলাম বিদ্যালয়ে আসে। ১৪ সেপ্টেম্বর মোনালিসার তাপমাত্রা পরীক্ষা করা হয়। সেদিন তার দেহে করোনার কোনো উপসর্গ ছিল না। ১৫ সেপ্টেম্বর থেকে সে স্কুলে আসা বন্ধ করে দেয়। ১৬ সেপ্টেম্বর থেকে তার শরীরে জ্বর আসে। ১৭ সেপ্টেম্বর তার শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। ২১ সেপ্টেম্বর তার মা শ্রেণি শিক্ষককে ফোনে জানায় মোনালিসা করোনায় আক্রান্ত হয়েছে। এরপর সদর উপজেলা শিক্ষা অফিস বিদ্যালয়ের দ্বিতীয় তলার ২০১ নং কক্ষটি বন্ধ করে দেয়। ২১ সেপ্টেম্বর ওই ছাত্রীকে গোপালগঞ্জ জেলারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। দুদিন অক্সিজেন দেওয়া পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ওই শিক্ষার্থীর পরিবারের অন্য কোনো সদস্য করোনায় আক্রান্ত হয়নি বলে জানা গেছে।