গোপালগঞ্জে মোসলেম সরদার হত্যা মামলায় দুজনের ফাঁসি, ছয় জনের যাবজ্জীবন
গোপালগঞ্জে মোসলেম সরদার হত্যা মামলায় দুজনের ফাঁসি ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
ফাঁসিপ্রাপ্ত আসামিরা হলেন সেলিম শিকদার ও ইকু সিকদার। এদের মধ্যে ইকু সিকদার পলাতক রয়েছেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন সাকায়েত শিকদার, মুরছালিন শেখ, এনামুল সিকদার, আজিজুল সিকদার, পলাশ শেখ, মো. ওসমান মুন্সী। এদের মধ্যে মুরছালিন ও এনামুল সিকদার পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের মোসলেম সরদার ও তার ভাই তৈয়াবুর রহমান বাজুনিয়া মৌজার খাস খতিয়ানের ১৩৮০ দাগের ৫৮ শতাংশ জমির মধ্যে ৯ শতাংশ জমি লিজ নেন। এই জমির লিজ নিয়ে একই গ্রামের সেলিম শিকদার, ইকু সিকদার, সাকায়েত শিকদার, মুরছালিন শেখ, এনামুল সিকদার, আজিজুল সিকদার, পলাশ শেখ, মো. ওসমান মুন্সীদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মোসলেম সরদারকে হত্যা করে একই উপজেলার পিঠাবাড়ী গ্রামের বিলে লাশটি কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। এরপর ঘটনার পাঁচ দিন পর ৩ ডিসেম্বর সকালে পিঠাবাড়ী বিল থেকে মোসলেম উদ্দিনের ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় মোসলেম উদ্দিন সরদারের ভাই মোহন সরদার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় আট জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি র্দীর্ঘদিন চলার পর সাক্ষ্যগ্রহণে প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন দুজনকে ফাঁসি ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান খান পিটু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেটকাজী মেজবাহ্ উদ্দিন খোকন।