গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নগদের সেলস অফিসার নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেল ও ইঞ্জিলচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে মোটরসাইকেলচালক সানভির আলম (২৮) নিহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানভির আলম গোপালগঞ্জ সদর উপজেলার পুরাতন মানিকদাহ গ্রামের মঞ্জিল আলমের ছেলে ও নগদের গোপালগঞ্জের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ নিহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকালে মোটরসাইকেলে নগদের ডিস্ট্রিবিউশন কাজে কোটালীপাড়ার উদ্দেশে রওনা দেন। বেলা দশটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে সানভির মারাত্মক আহত হন। সংকটজনক অবস্থায় প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার পরিবর্তন না হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়।