গোপালগঞ্জে সরকারি শিশু পরিবারের শিশুকে হত্যার অভিযোগ
গোপালগঞ্জের সরকারি শিশু পরিবারের শিশু জোবায়ের খানকে (১২) হত্যার অভিযোগে উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে শিশু পরিবারের দোতালায় তাঁর মৃত্যু হয়। শিশুটির মা সেলিনা বেগম এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। ওই শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
মৃত শিশু জোবায়ের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পরগাতী গ্রামের ইঞ্জিল খার ছেলে। সে গোপালগঞ্জ জেলা সদরে অবস্থিত শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘আজ দুপুরে শিশু জোবায়েরকে দোতালার বারান্দার গ্রিলের সঙ্গে বাঁশ ঢুকিয়ে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে শিশু পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ওই শিশুর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলেছি।’
এদিকে জেলা প্রশাসন ও পুলিশ শিশুটির মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ছাড়া ওই শিশুর লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুর পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।