গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক গৃহপরিচারিকার করোনা শনাক্তের ঘটনায় ওই হাসপাতালটি লকডাউন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি লকডাউন ঘোষণা করেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আব্দুর রশিদ আজ মঙ্গলবার সকালে বলেন, ‘গতকাল গোসাইরহাট উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ও নার্সদের এক গৃহপরিচারিকার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ ঘটনায় গত রাত সাড়ে ১১টা থেকে হাসপাতালটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত লকডাউন করে দেওয়া হয়েছে। ওই গৃহপরিচারিকার প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শে আসা ১০ জন চিকিৎসক, ১৩ জন সেবিকা ও ৮৭ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’
ডা. আব্দুর রশিদ আরো বলেন, ‘হাসপাতালে ভর্তিকৃত চিকিৎসাধীন ১৩ জন রোগীকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলমান। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে চিকিৎসা চালু রাখা হয়েছে।’