গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল বাসারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন শাখার সাবেক শিক্ষনবিশ শাখা ব্যবস্থাপক।
আজ বৃহস্পতিবার ঝালকাঠির সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
গ্রাহকের জামানতের টাকা আত্মসাৎ করার দায়ে দুদক এ মামলা করে। একই সঙ্গে আবুল বাসারকে ৪০ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত আবুল বাসারের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলকাঠি গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তাই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, গ্রামীণ ব্যাংকের নাচনমহল শাখায় চাকরি করার সময় সঞ্চয়কারীদের বিভিন্ন সময় ৯৪ হাজার ৩৭৬ টাকা আত্মসাৎ করেছেন আবুল বাসার। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মতিউর রহমান প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পান। তিনি বাদী হয়ে ২০১৬ সালের ২২ নভেম্বর নলছিটি থানায় মামলা করেন।
সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মঞ্জুর হোসেন।