ঘোড়াশালে প্রাণের কারখানায় অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে
নরসিংদীর পলাশ উপজেলায় প্রাণ আরএফএলের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ঘোড়াশালে অবস্থিত প্রাণ আরএফএল কারখানার ৭ নম্বর গেইটের ১৩ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘোড়াশালে প্রাণ আরএফএল কারখানার ভেতরে ১৩ নম্বর ভবনে প্রডাকশন হাউজের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী সদরের চারটি, পলাশের দুইটি, মধাবদীর একটি, গাজীপুরের কালিগঞ্জের একটি ও টঙ্গী ফায়ার সার্ভিসসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক নূরুল ইসলাম বলেন, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কোনো হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে।’