চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অভিযানে তিন হাজার ৬০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় পুঁইছড়ি ফুটখালী ব্রিজের কাছে পাকা রাস্তা মাথা এলাকায় এক অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, ‘বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ফুটখালী ব্রিজের পাকা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৬০০টি ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়।’
আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।