চতুর্থ বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা : বাহাউদ্দিন নাসিম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, ‘চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। এটা আমাদের কথা নয়, এটা আমেরিকার একটি সংবাদ সংস্থা ভবিষ্যদ্বাণী করেছে। আমেরিকার সিনেটে শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিল উত্থাপন করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) মাদারীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিম এ কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান সন্ত্রাসীদের গডফাদার ও শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। দেশের টাকা পাচার করে এখন লন্ডনে বসে আরামে বিলাসবহুল জীপনযাপন করছেন। বিএনপি চোর নয়, শীর্ষ চোর। দুর্নীতিবাজ নয়, কুখ্যাত দুর্নীতিবাজ।’
এ সময় বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘যেকোনো মূল্যেই হোক এই দেশের মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। এখানে কোনো জঙ্গিবাদের ঠাই নেই। বাংলার মাটিতে দুর্নীতিবাজদের ঠাই নেই। আর কোনোদিন সন্ত্রাসী তারেক রহমান, লুটেরা বিএনপি-জামায়াতের কাছে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
বাংলাদেশ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যারা মানুষকে পুড়িয়ে মেরে স্বার্থ হাসিল করতে চায়, তারা কখনও জনগণের সেবক হতে পারে না। বিএনপি-জামায়াত নির্বাচনে বিশ্বাস করে না, এটার একটাই কারণ—সেটা হলো-জনগণের প্রতি তাদের কোনো আস্থাই নেই। জনগণ বিএনপিকে বিশ্বাস করে না।’
প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম আরও বলেন, ‘আমরা যখন খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়াই, তখন বিএনপি-জামায়াত নামক দলটি দেশে অনাসৃষ্টি সৃষ্টি করে। তারা আন্দোলন সংগ্রামের নামে পবিত্র রমজান মাসে বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসকে ম্লান করে দিয়ে আন্দোলন করে মানুষের কষ্টকে আরও বৃদ্ধি করে দিচ্ছে। আমরা যখন খাদ্য সামগ্রী বিতরণ করি, বিএনপি তখন পাঁচ তারকা হোটেলে বিদেশিদের নিয়ে ইফতার মাহফিল করে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে এবং মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান লতিফসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।