চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে ‘সুইসাইড নোট’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম নাইমুর হাসান মিশন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ শনিবার সকালে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইপুলের ফেনীরকুল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে রামগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুল হাসান বলেন, নাইমুর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর পূর্বে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন বলেও জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
মিশনের আত্মীয় কালাম চৌধুরী জানান, একটি ‘সুইসাইড নোট’ লিখে মিশন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনি গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিলেন। সেনাবাহিনীতে যোগ দিতে না পারা এবং মেডিকেলে ভর্তি হতে না পারায় তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এক বছর ধরে নাইমুর বাড়িতেই ছিলেন বলে জানান তাঁর ছোট ভাই মেহেদি হাসান শাওন। তিনি আরও বলেন, লাশের পাশে থাকা সুইসাইড নোটে বাবা-মার কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, তাই আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।‘