চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চালক আহত, ২ কিশোর আটক
খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ট্রেনচালক আহতের ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় খুলনার খানজাহান আলী থানার যোগিপোল এলাকার মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
আটক করা দুজনের নাম—মো. সমিউল হোসেন ওরফে সিয়াম (১৪) এবং রকিব হোসেন (১৩)। তারা ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রেলওয়ে পুলিশ সুপার (এসপি) রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
খুলনা জিআরপি থানায় সংবাদ সম্মেলনে এসপি রবিউল জানান, দু-এক মাস ধরে ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে, এই প্রথম ট্রেনের চালক কাজী মারুফ হোসেন আহত হওয়ায় ট্রেনটি ঘটনাস্থলে থামতে বাধ্য হয়। কমিউটর ট্রেনটি খুলনা থেকে যশোরের বেনাপোল যাচ্ছিল।’
পুলিশ সুপার আরও জানান, ‘রেল পুলিশ দুই ছাত্রকে মাদ্রাসা থেকে আটক করে খুলনা রেলওয়ে থানায় নিয়ে আসে। আটক সিয়াম ও রকিব তাদের অপরাধ স্বীকার করেছে।