চাঁদপুরের বাবুরহাট বাজার আজ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজার আজ রোববার থেকে আগামী ২৫ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় প্রতিদিন দুপুর ২টা পর্যন্ত কাঁচাবাজার ও রাত ৯টা পর্যন্ত ফার্মেসি খোলা থাকবে।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, 'চাঁদপুরের বাবুরহাট বাজার ও এর আশপাশের এলাকায় কয়েক দিন ধরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে বেশ কয়েকজন মারা যায়। এ কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় জনগণ বাজারটি কারফিউ বা কড়া লকডাউনের দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এদিকে এ রকম একটি সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। তারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এর শতভাগ বাস্তবায়নের দাবি জানায়।