চাঁদপুরের রাজু হত্যা : আরিফ মিজির সাজা কমিয়ে যাবজ্জীবন
চাঁদপুরের ফরিদগঞ্জের আইটপাড়ার শাহাদাত হোসেন রাজু (১৯) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি মো. আরিফ মিজির সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ সাংবাদিকদের জানান, আসামির বয়স কম। তাই বিষয়টি বিবেচনায় সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১২ সালের ২৩ আগস্ট ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়ার মো. বিল্লাল হোসেন মিজির বসতঘরে ঢুকে তার ছেলে শাহাদাত হোসেন রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মো. বিল্লাল হোসেন মিজি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে ২০১৬ সালের ১৬ আগস্ট চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ আসামি মো. আরিফ মিজিকে (২৮) মৃত্যুদণ্ড দেন। দণ্ডিত মো. আরিফ মিজি ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়ার রেজাউল করিম ওরফে হোসেন মিজির ছেলে। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন। আপিলের রায়ে বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।