চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন চাঁদপুর জেলার প্রায় ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। এসব গ্রামের বেশিরভাগই হাজীগঞ্জ ও এর পাশের ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এরই মধ্যে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের দরবার শরিফ জামে মসজিদে আজ সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
দরবার শরীফের বর্তমান পীর মাওলানা জাকারিয়া চৌধুরি জানান, রোববার যাঁরা ঈদ পালন করছেন, তাঁরা সবাই পীর ইসহাক সাহেবের অনুসারী। ১৯৩৮ সাল থেকেই তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।
চাঁদপুরের যেসব গ্রামে ঈদ উদযাপন হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেষপুর, অলিপুর, বলাখাল, জাখনি, মনিহার, প্রতাপপুর, বাসারা ও আশপাশের কয়েকটি গ্রাম। এ ছাড়া ফরিদগঞ্জ উপজেলার গল্লাক, উভারামপুর, সাচনমেঘ, ভোলাচোঁ, সোনাচোঁ, উটতলী, মুন্সীরহাট, মুলপাড়া, বদরপুর, কাইতারা, আইটপারা, সুরংগচাইল, নুরপুর, বালিথুবা, পাইকপাড়া, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর। মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানীসহ বেশ কিছু গ্রাম। এ ছাড়া কচুয়া ও শাহরাস্তি উপজেলার পাঁচ থেকে ছয়টি গ্রামে আজ উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর।