চাঁদপুরে করোনার উপসর্গে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফি আহমেদ মিন্টু (৭০) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আজ বুধবার দুপুরে উপজেলার বোলাদিঘী গ্রামের বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী বলেন, ‘চেয়ারম্যান সফি আহমেদ মিন্টুর জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় গতকাল তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রাতেই তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর আমাদের না জানিয়ে আজ দুপুরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। খবর পেয়ে নিহত চেয়ারম্যানেরসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া যারা দাফনকাজে অংশ নিয়েছে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ‘ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছিলেন। তাই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।’